মরমী সাধক বাউল সম্রাট লালন সাঁই’র ১৩২তম তিরোধান দিবস ১৭ অক্টোবর। এ-উপলক্ষে জেলার কুমারখালী ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বসেছে সাধুর মেলা ও তিন দিনব্যাপী উৎসব। এই আয়োজনকে আরও বর্ণিল করতে সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী উৎসব আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে আখড়াবাড়ির বাইরে মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। লালনমঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালন সংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভার পরে রাতভর চলবে লালন সংগীতের আসর।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উৎসব উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন – কুষ্টিয়া-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামস্জুজামান অরুণ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।
দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালনমঞ্চে চলবে লালন সংগীতের আসর।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জাতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও বাউল সম্রাট লালন সাঁইর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাক পরিহিত পুলিশ। সিসি ক্যামেরা, তল্লাশী চৌকিসহ বিভিন্ন স্পটে নজরদারির জন্য পৃথক-পৃথক টিম গঠন করা হয়েছে।