loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

‘জয় বাংলা কনসার্ট’ এবার নারী দিবসে


‘জয় বাংলা কনসার্ট’ এবার নারী দিবসে

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে গানের ছন্দে মেতে উঠতে ৮ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। এদিন নারী দিবস উদযাপনে নারীদের এই কনসার্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘ইয়াং বাংলা’। নিজেদের ফেইসবুক পেইজে প্রতিষ্ঠানটি এই আহ্বান জানিয়েছে। শুধুমাত্র নারীদের জন্য আলাদা নিবন্ধন প্রক্রিয়াও (অনলাইনে) চালু করা হয়েছে বলে জানায় ‘ইয়াং বাংলা’।

এই কনসার্ট নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে সেই তারিখে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করা হয়ে থাকে। অবশ্য, কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছর এটি আয়োজন করা হয়নি। যাহোক, এবার হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। তবে, পবিত্র শবেবরাতের কারণে ৭ মার্চের বদলে এবার আয়োজন করা হবে ৮ মার্চ।

প্রতীক্ষিত এই আয়োজন নিয়ে ‘ইয়াং বাংলা’র কাছে ভিডিওসহ অন্যান্য মাধ্যমে বার্তা ও মতামত দিয়েছেন অনেকেই। বিশেষ করে তরুণদের মাঝে সাড়া জাগানো এই কনসার্টে ২০২০ সালে সরাসরি প্রায় ৬০ হাজার দর্শক অংশ নিয়েছিলেন। এছাড়া, অনলাইন ও টেলিভিশনে প্রায় দুই কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি।

এই কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান সরাসরি উপভোগ করাই বড় আকর্ষণ তরুণদের কাছে। এছাড়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও মুগ্ধ করে তাঁদের।

এবারের কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল – ‘আর্টসেল’, ‘অ্যাভয়েড রাফা’ ‘চিরকুট’, ‘ক্রিপটিক ফেইট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ও ‘কার্নিভাল’।

কনসার্টে অংশগ্রহণের জন্য গত ১ মার্চ থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়। অনুষ্ঠানটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে, নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশ টিকিট।

Loading...