loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় দলকে সংবর্ধনা প্রদান


অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় দলকে সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক ডিজাইন-বিল্ড-ফ্লাই ২০২৫ প্রতিযোগিতায় সাফল্য অর্জনে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ মে) জানানো হয়, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেসের ক্ষেত্রে দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)। প্রথমবারের মতো নিজস্ব উদ্ভাবিত দু’টি চালকবিহীন বিমান যান (ইউএভি) নিয়ে বিমানবাহিনী এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের অনুপ্রেরণা ও দিক-নির্দেশনা এবং  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহারের সার্বিক তত্ত্বাবধায়নে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স (এআইএএ) কর্তৃক গত ১০ থেকে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজনায় আয়োজিত ডিজাইন-বিল্ড-ফ্লাই (ডিবিএফ) প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে ডিজাইন রিপোর্টে অষ্টাদশ এবং সার্বিকভাবে ৩৬তম স্থান অর্জন করে – যা ওই বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম বয়ে এনেছে।

এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিমানবাহিনীর আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিবিএফ প্রতিযোগিতার সাফল্য ছাড়াও এএইউবি’র আরও সাফল্য রয়েছে, যেমন – সফলভাবে কিউব স্যাটেলাইট বেলুন উৎক্ষেপণ, কিবো রোবট প্রোগ্রামিংয়ে ২য় রানার আপ স্থান অর্জন এবং ক্যানস্যাট প্রতিযোগিতায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন। এছাড়া উদ্ভাবিত দুইটি ইউএভি এমনভাবে ডিজাইন করা হয়েছে – যা অভ্যন্তরীণ ও বাহ্যিক পে-লোড বহন করতে পারে এবং একইসাথে একটি ইঞ্জিনবিহীন গ্লাইডারকে আকাশ থেকে উৎক্ষেপণ করতে পারে, যা নির্ধারিত জিপিএস কো-অর্ডিনেট-এ নির্ভুলভাবে অবতরণ করতে সক্ষম। চূড়ান্ত পর্বে অংশগ্রহণের পূর্বে নতুন ডিজাইনকৃত ইউএভি ২১টি প্রশিক্ষণ মিশন সম্পন্ন করে এবং গত ২৫ ফেব্রুয়ারি ইউএভি’টির উদ্ভাবনী ডেমোনস্ট্রেশন ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বিমানবাহিনী প্রধান উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এই ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য খাতে ব্যবহৃত হতে পারে।

Loading...