loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

অনূর্ধ্ব-১৭ নারী দল রাশিয়ার বিরুদ্ধে পেরে উঠেনি


অনূর্ধ্ব-১৭ নারী দল রাশিয়ার বিরুদ্ধে পেরে উঠেনি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রাশিয়ার মেয়েদের সঙ্গে টেক্কা দিতে পারেনরি বাংলাদেশের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার (২২ মার্চ) বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়া। দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করলো ইউরোপের দলটি। পক্ষান্তরে, গোলাম রব্বানী ছোটনের দল ভুটানকে ৮-১ গোলে বিধ্বস্ত করে এই আসর শুরু করেছিল।

এদিন বাংলাদেশ কোচ রাশিয়ার বিপক্ষে ভুটানের ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন। সুলতানা আক্তার ও পূজা দাসের বদলে ডিফেন্ডার কানন আক্তার ও ভুটান ম্যাচে দুই গোল করা থুইনু মারমাকে নামানো হয়। দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী রাশিয়ার মেয়েদের কাছে পাত্তা পায়নি ছোটনের শিষ্যরা। ম্যাচে আধিপত্য বিস্তার করেছে সফরকারী দলই। 

ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় রাশিয়া। প্রায় মাঝমাঠ থেকে বাংলাদেশের বক্সে বল ফেলেন ভাসিলিসা আভদিয়েঙ্কো। বক্সে ছিল রাশিয়ান অধিনায়ক এলেনা গোলিক। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে সহজেই ফাঁকি দিয়ে প্লেসিং শটে বল জালে জড়ান রাশিয়ান অধিনায়ক।

বাংলাদেশের বিপদ বাড়তে পারতো ৩৩ মিনিটে। যাহােক, বক্সের ভেতর বিপজ্জনক জায়গা থেকে অ্যানাস্থেশিয়া কারাতেভার শট ঠেকিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ৪৩ মিনিটে সুযোগ এসেছিল স্বাগতিক দলের সামনে; কিন্তু, রাশিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি সুরভি আকন্দ প্রীতি। ম্যাচে এই একটি পরিস্কার সুযোগই তৈরি করতে পেরেছে বাংলাদেশ দল।

এর দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে রাশিয়া। দ্বিতীয় গোল করেন এলেনা গোলিক। আন্না শাকারোভার বাড়ানো পাসে দূরের পোস্টে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করে রাশিয়ার অধিনায়ক।

৬২ মিনিটে তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। রাশিয়ার আনাস্তাসিয়া কারাতায়েভা ব্যবধান বৃদ্ধি করেন। এই গোলের পরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

বাংলাদেশ ২৪ মার্চ ভারতের বিপক্ষে খেলবে। একই দিন রাশিয়ার প্রতিপক্ষ ভুটান।

Loading...