পেট্রা কেভিতোভা সব ধরনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শনিবার (১ এপ্রিল) এলিনা রাইবাকিনাকে পরাজিত করে মায়ামি ওপেনের শিরোপা জয় করলেন। ক্যারিয়ারে এটি তাঁর ৩০তম ডব্লিউটিএ শিরোপা। চেক প্রজাতন্ত্রের কেভিতোভা ৩৩ বছর বয়সে মায়ামি ফাইনালে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। হার্ড রক স্টেডিয়ামে তিনি ৭-৬ (১৬/১৪), ৬-২ গেমের সরাসির সেটে রাইবাকিনাকে পরাজিত করে শিরোপা জয় করেন। এই জয়ে দুইবারের উইম্বলডন বিজয়ী কেভিতোভা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে উঠে এসেছেন।
পক্ষান্তরে, ইন্ডিয়ান ওয়েল্স বিজয়ী রাইবাকিনা ক্যারিয়ার-সেরা টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ফাইনালে খেলতে নেমেছিলেন। তাঁর সামনে সুযোগ ছিল পরপর দু’টি ঐতিহ্যবাহী ডব্লিউটিএ ১০০০ ইভেন্টের শিরোপা জয়ের। যাহােক, কেভিতোভা এদিন মূলত শক্তিশালী সার্ভিস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। প্রথম সেটে ২২ মিনিট ২৮ সেকেন্ডের নাটকীয় টাই ব্রেকারের পরে জয়ী হন কেভিতোভা। অথচ, এর আগে তিনি পাঁচটি সেট পয়েন্ট রক্ষা করেছেন। দ্বিতীয় সেটে বাঁ-হাতি কেভিতোভা শুরুতেই ২-০ গেমের লিড নেন। এরপর আর কখনই পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ক্যারিয়ারে ৪১টি ফাইনালের মধ্যে ৩০টিতেই জয়ী হলেন কেভিতোভা।