loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

‘ব্র্যান্ড জিপিটি’ দেবে ব্র্যান্ডিং-এর সকল সমাধান


‘ব্র্যান্ড জিপিটি’ দেবে ব্র্যান্ডিং-এর সকল সমাধান

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এর মাধ্যমে ব্র্যান্ডিং সেবা প্রদানের জন্য রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ-এর তৈরি করা ‘ব্র্যান্ড জিপিটি’ অ্যাপের বেটা রিলিজ করা হয়েছে।প্রতিষ্ঠানটির নিকেতন অফিসে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অ্যাপটির বেটা ভার্সন রিলিজ করা হয়।

‘ব্র্যান্ড জিপিটি’ একটি শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রিগেটেড অ্যাপ, যার মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান তাঁদের ব্র্যান্ডের ডিজিটাল উপস্থিতি তৈরি ও পরিচালনা করতে পারবে। এই অ্যাপ ব্র্যান্ডিং প্রক্রিয়াকে অটোমেট করে। এটি ব্র্যান্ডের নাম, টাইপফেস, ব্র্যান্ডের রঙ, ট্যাগলাইন, ক্যাপশন, মার্কেটিং ক্যালেন্ডার এবং সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়া আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে তৈরি করতে সাহায্য করে। এটিতে ব্র্যান্ডি নামে একটি চ্যাট ফিচার রয়েছে, যা ব্র্যান্ডিং বা মার্কেটিং সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারে।

রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ-এর ডিরেক্টর অফ ক্রিয়েটিভ অপারেশন, রাকিব হাসান অন্তু বলেন, একজন পেশাদার ডিজাইনার হিসেবে তাঁরা ব্র্যান্ডিং নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক বছর ধরে। ব্র্যান্ডিং ও মার্কেটিং-এর অটোমেশনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা থেকে তাঁরা তৈরী করেছেন কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে শক্তিশালী এপ্লিকেশন ব্র্যান্ড জিপিটি যেখানে যেকেউ খুব সহজেই একজন ব্র্যান্ডিং এক্সপার্ট হয়ে উঠতে পারবেন কিছু ক্লিকের মাধ্যমেই।

‘ব্র্যান্ড জিপিটি’র পরবর্তী রিলিজে আরও নতুন নতুন ফিচার যুক্ত করার কাজ চলছে। আগামী মাসে ব্র্যান্ড জিপিটির পূর্ণাঙ্গ ভার্সন রিলিজ করা হবে। 

রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ-এর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার, তানভীর আহমেদ খান বলেন, “যেহেতু এই অ্যাপ টি সম্পূর্ণ এ আই পাওয়ার্ড, তাই একেবারেই নতুনভাবে আমাদের ভাবতে হয়েছে এবং নতুন বেশকিছু সমস্যার সমাধান করতে হয়েছে। এর পরেও আমাদের পুরো টিম টা অনেক সফলতার সাথে বেটা ভার্সন নিয়ে এসেছে। আমরা আশা করছি, ব্র্যান্ড জিপিটি ব্র্যান্ডিং-এর সহজ সমাধান দিতে পারবে।”

‘ব্র্যান্ড জিপিটি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।

অ্যাপসহ ‘ব্র্যান্ড জিপিটি’ সম্পর্কে জানা যাবে www.brandgpt.rrad.ltd ওয়েবসাইটে এবং রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ-এর কাজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://rrad.ltd ওয়েবসাইটে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...