loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

এবারের ঈদে বাংলা ছবির হালচাল


এবারের ঈদে বাংলা ছবির হালচাল

শাকিব খান ও শবনম বুবলি অভিনীত এবং তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ঈদে মুক্তির দিন থেকে দাপট দেখিয়ে চলেছে। দেশের ১০০ হলে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স – সবখানেই ভালো ব্যবসা করছে। এছাড়া, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘লোকাল’ সিনেমাগুলোও ভালোই চলছে। মাল্টিপ্লেক্সের অনেক শো প্রতিদিন হাউজফুল হচ্ছে বলে সংবাদে প্রকাশ।

এবারের ঈদে মুক্তি পেয়েছে আটটি বাংলা চলচ্চিত্র। এগুলো হলো – শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’, মো. ইকবালের পরিচালনায় অনন্ত জলিল ও বর্ষার ‘কিল হিম’, বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুর ‘শত্রু’, আদর আজাদ-বুবলী অভিনীত ও সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’, অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ‘প্রেম প্রীতির বন্ধন’, পূজা চেরি-সজল অভিনীত ও নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’, সৈকত নাসির পরিচালিত ও জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি অভিনীত ‘পাপ’ এবং ইয়াশ রোশান অভিনীত ‘আদম’।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, হল-সংখ্যায় এগিয়ে রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’। ১০০টি সিনেমা হল নিয়ে মুক্তি পেয়েছে এটি। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছাড়া অনন্ত’র সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে হল-সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকতে পারে।

অনেক দর্শকের মতে, ‘কিল হিম’ ঈদের প্রতিযোগিতায় না নেমে অন্য যেকোনো সময় মুক্তি দিলে সুপারহিট তকমা সহজেই পেয়ে যেত। অবশ্য, সময় এখনো শেষ হয়ে যায়নি। ঈদের সিনেমার হিসাব-নিকাশের এখনো অনেকটাই বাকি।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সজল ও পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি নিয়েও দর্শকদের দারুণ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এছাড়া, ‘লোকাল’ সিনেমাটির প্রশংসাও শোনা যাচ্ছে।

ঈদের অন্য ছবিগুলোর মধ্যে, বাপ্পি চৌধুরী অভিনীত ‘শত্রু’ দর্শক-খরায় ভুগছে বলে জানা গেছে। ‘আদম’ নিয়ে দর্শকদের প্রশংসা থাকলেও সেটি বেশ সীমিত। অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার আরেকটি ছবি ‘পাপ’ নিয়ে এখনো পর্যন্ত দর্শকরা খুব একটা আগ্রহ দেখায়নি বলে জানা গেছে।

Loading...