loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন বৃহস্পতিবার শুরু


জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন বৃহস্পতিবার শুরু

সারাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের নিয়ে বৃহস্পতিবার (৪ মে) বিকালে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন-এর একচল্লিশতম অধিবেশন। সেদিন বিকেল চারটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই অধিবেশন উদ্বোধন করবেন মুস্তাফা মনোয়ার।

‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ – এই প্রতিপাদ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন-এর একচল্লিশতম অধিবেশন বৃহস্পতিবার (৪ মে) ঢাকায় শুরু হবে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকেল চারটায় তিন দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। সম্মেলনের শেষ দিনে রবীন্দ্রপদক দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। এদিন সমাপনী বক্তব্য দেবেন পরিষদের সভাপতি সন্‌জীদা খাতুন।

ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে মঙ্গলবার (২ মে) জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি সারওয়ার আলীর সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সেখানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মফিদুল হক, সঙ্গীতশিল্পী বুলবুল ইসলাম, লিলি ইসলাম, লাইসা আহমদ লিসা প্রমুখ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনে অংশ নেবেন – পরিষদের ৭২টি শাখার পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। তিন দিনই সান্ধ্য অধিবেশনে থাকবে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান।

দ্বিতীয় দিন বিকেল পাঁচটায় থাকবে সেমিনার। ‘নদীতীরের প্রেমের গান’ বিষয়ে প্রবন্ধ লিখেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আতিউর রহমান। আলোচনায় অংশ নেবেন, অধ্যাপক মো. শাহ্ আযম ও আজিজুর রহমান। বার্ষিক অধিবেশন উপলক্ষে যথারীতি প্রকাশ করা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক ও সংস্কৃতি বিষয়ে বিশিষ্টজনের লেখা প্রবন্ধের সংকলন ‘সঙ্গীত সংস্কৃতি’।

আয়োজনের প্রথম দিন বিকেল সাড়ে পাঁচটায় পরিবেশন করা হবে গীতিআলেখ্য আন অমৃতবাণী। গ্রন্থনায় – মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনায় – সুদেষ্ণা স্বয়ংপ্রভা। পরিবেশন করবে – জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা।

দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিন সাড়ে আটটায় পরিবেশন করা হবে লাইসা আহমদ লিসার সঙ্গীত ও শর্মিলা বন্দোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতি-আলেখ্য – ‘সবার উপরে মানুষ সত্য’।

আয়োজনের শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য বিদায় অভিশাপ।

Loading...