ওয়ালটন স্মার্ট টিভি-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩ দাবা খেলা দিয়ে শুরু হয়েছে। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনের কক্ষে রোববার (১৪ মে) প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)-এর ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – ওয়ালটন হাইটেক-ইন্ডাস্ট্রিস পিএলসি’র সিনিয়র অতিরিক্ত পরিচালক (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) মোঃ মেহরাব হোসেন আসিফ ও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুনুর রশিদ।
দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় অংশ নেন ডিআরইউ’র পুরুষ সদস্যবৃন্দ। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মোরসালিন আহমেদ। পাঁচ রাউন্ড সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় সাড়ে চার পয়েন্ট পেয়ে বিজয়ী হন তিনি।
টাইব্রেকিং পদ্ধতিতে মোসকায়েত মাশরেক দ্বিতীয় এবং সাঈদ শিপন তৃতীয় স্থান অর্জন করেন।