loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

নভোএয়ার-এর টিকেটে ১৫% ছাড়, কক্সবাজার রুটে দুই রাত হোটেল ফ্রি


নভোএয়ার-এর টিকেটে ১৫% ছাড়, কক্সবাজার রুটে দুই রাত হোটেল ফ্রি

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’ সব রুটের টিকেটের মূল্যে ১৫% ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকেট ক্রয়ে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে। এছাড়া, স্মাইল্স সদস্যদের জন্যও আকর্ষণীয় অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারগুলো উপভোগ করতে ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩’-এর নভোএয়ার প্যাভিলিয়নে এসে টিকেট ক্রয় করতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলাটি হবে।

কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ার-এর কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকেট ক্রয় করবে হবে এবং আগামী ২৫শে জুনের মধ্যে ভ্রমণ করতে হবে। ভ্রমণ-পিপাসুদের এই সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের নয়টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলো হলো – সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও, অন্যান্য হোটেলের সাথে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

নভোএয়ার-এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইল্স’ মেম্বাররা মেলায় এসে টিকেট ক্রয় করলে টিকেটের মূল্যে ছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকেট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত পাঁচ কেজি ফ্রি সুবিধা পাবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। 

নভোএয়ার-এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩, অথবা ভিজিট করুন: flynovoair.com

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...