loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

নতুন ছবির খবর দিলেন বুবলী


নতুন ছবির খবর দিলেন বুবলী

ঢালিউড তারকা শবনম বুবলী ও সুপারস্টার শাকিব খানের সম্পর্কের টানাপোড়েনের কথা এখন আর অজানা নয়। শাকিব এক কথা বলছেন, তো জবাব দিচ্ছেন বুবলী। সম্প্রতি গণমাধ্যমে বুবলী বলে আসছিলেন, শাকিবের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে। তবে, বুবলীর সেই দাবির বিষয়টি নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন শাকিব।

যাহােক, বুবলী এসব কিছুর মধ্যেও একটি সুখবর দিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার (১৭ মে) রাতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে এই চিত্রনায়িকা লিখেছেন, সিনেমা ‘প্রহেলিকা’ আসছে পবিত্র ঈদ-উল-আজহা-২০২৩ এ...।

পাশাপাশি, ওই চলচ্চত্রটির পোস্টারও দিয়েছেন তিনি। সেখানে লেখা রয়েছে, চয়নিকা চৌধুরী’র প্রহেলিকা... প্রযোজনা করেছেন জামাল হোসেন।

ঈদ-উল-ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লিডার – আমিই বাংলাদেশ’ এর সাফল্যের পরে কোরবানির ঈদে বুবলীর এই ছবিটি কতটুকু দর্শকপ্রিয়তা পাবে – সেটি সময়ই বলে দেবে।

Loading...