loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ট্রফি হাতে পাওয়ার দিনে বার্সার পরাজয়


ট্রফি হাতে পাওয়ার দিনে বার্সার পরাজয়

ফুটবল ক্লাব বার্সেলোনা চলতি মৌসুমে লা লিগার শিরোপা জয় আগেই নিশ্চিত করেছিল। তবে, চ্যাম্পিয়নের বেশে প্রথমবার মাঠে নেমে নিজেদের সেরা নৈপুণ্য মেলে ধরতে পারেননি জাভি হার্নান্দেজের শিষ্যরা। ফলে, ক্যাটালান ক্লাবটিকে তাঁদেরই মাঠে হারিয়ে লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো রিয়াল সোসিয়েদাদ। নিউ ক্যাম্পে শনিবার (২০ মে) রাতে বার্সা হেরেছে ২-১ ব্যবধানে।

বার্সা এদিন ম্যাচের পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ে। সোসিয়েদাদকে লিড এনে দেন মিকেল মেরিনো। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। বিরতির পর গোল শোধে মরিয়া বার্সা ৭১তম মিনিটে দ্বিতীয় গোল গোল হজম করে; সোসিয়েদাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সোরলোথ।

রবার্ট লেভান্ডোস্কি নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সার হয়ে সান্ত্বনার গোলটি করেন। লিগে এটা ছিল লেভার দ্বাবিংশ গোল। এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ১৭ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের করিম বেন্জেমা রয়েছেন দ্বিতীয় স্থানে। 

এই জয়ের পরে ৩৫ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সোসিয়েদাদ। ক্লাবটির সামনে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের খেলার দারুণ সুযোগ রয়েছে ।

ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসর কাছ থেকে লা লিগার শিরোপা গ্রহণ করেন বার্সা অধিনায়ক সার্জিও বুস্কেটস। এটা তাঁর ক্যারিয়ারের ৩২তম শিরোপা উদযাপন। মৌসুম শেষে বার্সা ছাড়ার কথা রয়েছে এই তারকার।

বুস্কেটস বলেছেন, ‘এটা সবেমাত্র শুরু, এনিয়ে কারো সন্দেহ নেই। সকল সমর্থককে ধন্যবাদ, কারণ, তাঁদের ছাড়া এটা অসম্ভব ছিল। স্টাফদের ধন্যবাদ, যাঁরা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সহযোগিতা করেছে।’

দিনের আরেক ম্যাচে, জেরার্ড মোরেনোর স্টপেজ টাইমের গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ভিয়ারিয়াল।

Loading...