loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত


ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী (বাপেক্স) নতুন সুখবর নিয়ে এসেছে। দেশে নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস অনুসন্ধান সংস্থাটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার (২২ মে) নতুন এই গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। প্রতিমন্ত্রী জানান, ভোলার ইলিশা-১ কূপটি দেশের নতুন গ্যাসক্ষেত্র (২৯তম)। এটি ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র। নতুন গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে আশা করা হচ্ছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ভোলার ইলিশা-১ কূপটিকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন এই কূপে মজুদ রয়েছে প্রায় ২০০ বিলিয়ন ঘনফিট গ্যাস। দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফিট করে গ্যাস উত্তোলন করা যাবে। সেই হিসাবে, ২৫ থেকে ২৬ বছর গ্যাসক্ষেত্রটি থেকে গ্যাস পাওয়া যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার (২২ মে) রাজধানীর বারিধারায় তাঁর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইলিশা-১ হবে ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র; অন্য দু’টি হলো – শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র। ভোলায় এই তিন গ্যাসক্ষেত্র (শাহজাদপুর, ভোলা নর্থ ও ইলিশা) মিলে ২.২৩ ট্রিলিয়ন ঘনফিট গ্যাস মজুদ রয়েছে।

Loading...