loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

আমারি ঢাকায় ‘ম্যাংগোলিসিয়াস এডভেঞ্চার’


আমারি ঢাকায় ‘ম্যাংগোলিসিয়াস এডভেঞ্চার’

গ্রীষ্মের মধুমাসের আমেজ আরেকটু বাড়িয়ে দিতে ‘আমারি ঢাকা’ আবারো নিয়ে এসেছে ‘ম্যাংগোলিসিয়াস এডভেঞ্চার’; যেখানে থাকবে আম দিয়ে তৈরী ২১ রকমের শেফ স্পেশাল রেসিপি। এর মধ্যে রয়েছে – ডেসার্ট, হাই টি, পিৎজাসহ বিভিন্ন রকমের মকটেল ও শরবত।

‘আমারি ঢাকা’র ক্যাসকেড-এ থাকছে বিভিন্ন ধরনের ম্যাংগো পার্ফেট, কাস্টার্ড পাফ, ওয়াফেল, সুইস টার্ট, চিজকেকসহ আরও অনেক কিছু। হাই টি তে থাকছে – ম্যাকারন, স্যান্ডউইচ, স্পেশাল চা ও ডেসার্ট।

গরমে আরাম দিতে থাকবে একদম তাজা আমের তৈরী অনন্য মকটেল। শরবত থাকছে ‘ডেক ৪১’ ও ‘ক্যাসকেড’-এ। একই সাথে ভিন্ন ও সুস্বাদু ম্যাংগো পিৎজা পাওয়া যাবে ‘ডেক ৪১’-এ।

এবার গ্রীষ্মের আমেজকে আরও আনন্দময় করতে ‘আমারি ঢাকা’ হতে পারে আপনার সবচেয়ে পছন্দের জায়গা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন – ০১৭৭৭১৯৩১৯, ০১৭৭৭৭৯৬৪৪৪, ০১৩১৩৪১৮৮৮ এই নম্বরগুলোতে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...