loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ অনুষ্ঠান


জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে)। বরাবরের মতোই সারাদেশে নানা আয়োজনে উদযাপন করা হবে ‘নজরুলজয়ন্তী’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন অগণিত অনুরাগী। নজরুলের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’র ও প্রথম প্রকাশিত কবিতার বই ‘অগ্নিবীণা’র শত বছর পূর্ণ হয়েছে ইতোমধ্যে। তাই, এ-বছর জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিত রূপ’। জাতীয়ভাবে এবার জন্মবার্ষিকীর আয়োজন করা হয়েছে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে।

ত্রিশালের দরিরামপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মবার্ষিকী উদযাপন করা হবে। তিন দিনব্যাপী (২৫ থেকে ২৭ মে) অনুষ্ঠানের উদ্বোধনী দিন বৃহস্পতিবার প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠান শুরু বিকেল তিনটায়।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে ভোর ছয়টা থেকে শ্রদ্ধা নিবেদন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, নজরুল একাডেমিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সন্ধ্যা ছয়টায় সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

নজরুলজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে দুই দিনের নজরুল উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হবে আয়োজন। এতে গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি পরিবেশন করা হবে।

বাংলা একাডেমি একক বক্তৃতা, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। বুধবার সকাল ১১টায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’ এই প্রতিপাদ্যে নজরুলবিষয়ক একক বক্তৃতা করবেন কবি নজরুল ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

কুমিল্লায় বিশেষ কর্মসূচি

জাতীয় কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানমালার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠামালার মধ্যে থাকবে – সকাল ১০টায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সংগীত রচনা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা, সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ মিউরালে পুষ্পার্ঘ্য অর্পণ, শিল্পকলা একাডেমিতে নজরুল জীবনভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী এবং পরে দিবসের প্রতিপাদ্য – ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় কবির স্মৃতিবিজড়িত মুরাদনগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে উপজেলার দৌলতপুরে ২৬ মে আয়োজন করা হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী দিন ২৭ মে বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

কুমিল্লায় জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্ম কাজী নজরুল ইসলামের। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম। মা জাহেদা খাতুন ছিলেন গৃহিণী। নজরুল লেটো দলের বাদক, রুটির দোকানে শ্রমিক হিসেবে কাজ করেছেন।

সৈনিকজীবনও বেছে  নিয়েছিলেন। যুক্ত ছিলেন সাংবাদিকতায়। কাজ করেছেন এইচএমভি ও কলকাতা বেতারে। যোগ দিয়েছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে। হয়েছেন কারারুদ্ধ। সব কিছু ছাপিয়ে উচ্চকিত হয়ে আছে নজরুলের সাহিত্যসাধনা।

বাসস জানিয়েছে, জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Loading...