loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বার্সাকে হারিয়ে লা লিগার আশা ধরে রাখলো ভায়াদোলিদ


বার্সাকে হারিয়ে লা লিগার আশা ধরে রাখলো ভায়াদোলিদ

রিয়াল ভায়াদোলিদ ইতোমধ্যে শিরোপা জয় করা বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-১ গোলে পরাজিত করে লা লিগায় টিকে থাকার আশা ধরে রাখলো।  দাপুটে এই জয়ে স্বাগতিক ক্লাবটি টেবিলের সপ্তদশ স্থানে উঠে এসেছে। রেলিগেশন জোন থেকে এখন দলটি তিন পয়েন্ট দূরে। বার্সেলোনা ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেনের দ্বিতীয় মিনিটের আত্মঘাতী গোলে ভায়াদোলিদ এগিয়ে যায়। ২২ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্যানাডিয়ান স্ট্রাইকার কাইল লরিন। পেনাল্টি এরিয়ার মধ্যে গঞ্জালো প্লাটাকে এরিক গার্সিয়া ফাউল করে পেনাল্টি আদায় পায় ভায়াদোলিদ। ইকুয়েডোরিয়ান উইঙ্গার প্লাটা’র ৭৩ মিনিটের গোলে ভায়াদোলিদের স্বস্তিদায়ক জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষ ভাগে লা লিগার সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভান্ডোস্কি বার্সার  সান্তনাসূচক এক গোল করেন।

দ্বিতীয়ার্ধে বদলী বেঞ্চে গিয়ে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া রিয়াল মাদ্রিদ তারকা ও ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন। বদলি বেঞ্চে যাওয়ার সময় রাফিনিয়া তাঁর জার্সির নীচে পড়া টি-শার্টে ভিনির প্রতি সমর্থনমূলক বার্তা প্রদর্শন করেন। গত রোববার মেস্তালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার সমর্থকদের দ্বারা বর্ণবৈষ্যমের শিকার হয়েছেন ভিনি, যা নিয়ে এখন ফুটবলবিশ্বে তোলপাড় চলছে।

বার্সা ডিফেন্ডার ফ্রেংকি ডি জং বলেছেন, ‘আমি জানতাম না – রাফিনিয়া এমনটা করবে। কিন্তু, আমি মনে করি – সে দারুণ একটি কাজ করেছে। ভালো একটি বার্তা সে সকলের উদ্দেশ্যে দিয়েছে। আমি চাই – বর্ণবাদ এখানেই শেষ হোক।’

ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়াড়রা ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল, ‘ফুটবল থেকে বর্ণবৈষম্য দূর হোক।’ রোববারের ঘটনার পরে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের উদ্যোগেই দলগুলোকে এমন ব্যানার প্রদর্শন করতে বলা হয়েছে।

তরুণ প্লেমেকার পাবলো টোরে বার্সার জার্সি গায়ে এই প্রথমবারের মতো লা লিগায় মূল একাদশে খেললেন। নিজেকে মেলে ধরলেও তাঁর দল পুরো ম্যাচেই কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরে এ-নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো ক্যাটালান ক্লাবটি।

ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ গণমাধ্যমে বলেছেন, ‘পাবলো ভালো খেলেছে; নিজের পজিশনে সে ছিল দারুণ সপ্রতিভ। বেশ কিছু ভালো পাস সে দিয়েছে। বিশেষ করে, লেভান্ডোস্কির সাথে তাঁর যোগাযোগটা ভালো ছিল।’ জাভি আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। এ-সময় যে-দু’টি গোল আমরা হজম করেছি, সেগুলো আমাদের ভুলেই হয়েছে। আমাদের যা লক্ষ্য ছিল (শিরোপা জয়) – সেটি পূর্ণ হয়েছে । এজন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। পুরো মৌসুম আমাদের দারুণ কেটেছে। কিন্তু, সমর্থকদের সামনে অধিনায়ক সার্জিও বাসকুয়েটসকে বিদায় জানাতে হয়েছে। আমাদের আরও ভালো খেলার সুযোগ ছিল।’

দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ১০ জনের আলমেরিয়াকে ১-০ গোলে পরাজিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এক পা দিয়ে রেখেছে। প্রথমার্ধের শেষ মিনিটে জাপানিজ উইঙ্গার টাকেফুসা কুবোর দুর্দান্ত কার্লিং গোলে স্বাগতিক সোসিয়েদাদের জয় নিশ্চিত হয়। এই জয়ে ইমানোল আলগুয়াকিলের দল পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে।

ডিফেন্ডার রবিন লি নোরমান্ডকে অবৈধ ট্যাকলের কারণে ৩৬ মিনিটে আলমেরিয়ার স্ট্রাইকার লুইস সুয়ারেজকে লালকার্ড দেখে মাঠ ত্যাগ করতে হয়েছে।

আলেক্সান্দার সোরলোথ সোসিয়েদাদের ব্যবধান প্রায় দ্বিগুণ করেই ফেলেছিলেন; কিন্তু, অল্পের জন্য তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। বদলি খেলোয়াড় এ্যান্ডার বারেনেটজির শট পোস্টে না লাগলে তখনই হয়তো সোসিয়েদাদের ব্যবধান বাড়তে পারতো।

২০১৩-১৪ সালের পর থেকে ইউরোপের প্রিমিয়ার প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি সোসিয়েদাদ। ভিয়ারিয়াল তাঁদের শেষ তিন ম্যাচের যেকোনাে একটিতে যদি জয়ী হতে না পারে, তাহলেই সোসিয়েদাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে। পক্ষান্তরে, এই পরাজয়ে আলমেরিয়া পঞ্চদশ স্থানে নেমে গেছে, রেলিগেশন জোন থেকে ক্লাবটি চার পয়েন্ট উপরে রয়েছে।

চতুর্দশ স্থানে থাকা সেল্টা ভিগো ঘরের মাঠে জিরোনার সাথে  ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এই মুহূর্তে দলটি রেলিগেশন জোন থেকে পাঁচ পয়েন্ট উপরে রয়েছে।

Loading...