loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে টাইগারদের রেকর্ড

  • হাসান আরিফের নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা শরিক

  • ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

  • বার্ড ফ্লু: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

  • এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে

মেসির রেকর্ডের রাতে পিএসজি’র শিরোপা জয়


মেসির রেকর্ডের রাতে পিএসজি’র শিরোপা জয়

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিগ ওয়ান-এ স্ট্রাসবুর্গের সাথে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ হাতে রেখেই রেকর্ড একাদশ শিরোপা জয় করেছে। এদিন পিএসজি’র হয়ে গোল করেছেন লিওনেল মেসি। কেভিন গামেইরো স্টাসবার্গের পক্ষে সমতা ফেরান। এই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা লেন্সকে চার পয়েন্টে পিছনে ফেলে শিরোপা নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি। ম্যাচটি ড্র হওয়ায় কার্যত দু’টি দলই লাভবান হয়েছে; কেননা, স্ট্রাসবার্গ লিগ ওয়ান-এ টিকে থাকা নিশ্চিত করেছে। ১৯৮১ সালে সেইন্ট-এতিয়েন দশম শিরোপা জিতে যে-রেকর্ড গড়েছিল, তা ছাড়িয়ে গেলো পিএসজি। সাবেক কোচ মরিসিও পোচেত্তিনোর অধীনে এক বছর আগে সেই রেকর্ড স্পর্শ করেছিল পিএসজি। গত ১১ মৌসুমে এটি পিএসজি’র নবম শিরোপা। কাতারি মালিকের অধীনে এ-সময়টা ফরাসি ফুটবলে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে মেসি-নেইমার-এমবাপের নিয়ে গড়া দলটি।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফ্রেঞ্চ লিগ ওয়ান-এর শিরোপা জিতলো। ট্রাসর্বুগের বিরুদ্ধে শনিবার (২৭ মে) রাতে ১-১ ব্যবধানে ড্রয়ের ফলে মেসি-কিলিয়ান এমবাপেদের শিরোপা নিশ্চিত হলো। ম্যাচে গোল করে নতুন রেকর্ডও গড়েছেন পিএসজি’র আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। 

এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিততে এদিন সঙ্গে ড্র করলেই চলত পিএসজি’র। ট্রাসবুর্গের মাঠে ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৫৯তম মিনিটে  এমবাপের পাস থেকে বাঁ পায়ে দারুণ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এই গোলের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলসংখ্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সিআর সেভেন-এর গোলসংখ্যা ৪৯৫টি, আর মেসির এখন ৪৯৬টি।

মেসির গোলের ২০ মিনিট পরে সমতা ফেরায় স্ট্রাসবুর্গ। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন পিএসজি’র খেলোয়াড়রা।  

৩৭ ম্যাচ শেষে পিএসজি’র পয়েন্ট ৮৫। সমান-সংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। শেষ ম্যাচে পিএসজি হারলে, আর লেন্স জিতলেও এমবাপেরাই থাকবেন শীর্ষে।

পিএসজি’র কোচ ক্রিস্টোফার গাল্টিয়ার ম্যাচ শেষে একটি সম্প্রচার মাধ্যমকে বলেছেন, ‘আজ দুপুরে আমি বুন্দেসলিগা মৌসুমের শেষ দিনের খেলা দেখেছি। যেকোনো লিগে জয়ী হওয়াটা সত্যিই কঠিন। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন ক্লাবগুলো সবাই সমস্যা পড়েছে। সে-কারণেই এবারের শিরোপাটা সত্যিই বিশেষ কিছু। এই শিরোপা জয়টা স্বাভাবিক ছিল না; এমনকি আমরা পিএসজি হওয়া সত্ত্বেও সবকিছু সবসময় আমাদের অনুকুলে ছিল না।’

পিএসজি এবারের (২০২২-২৩) মৌসুমের শুরুটা দারুণভাবে করেছিল। কাতার বিশ্বকাপের আগে দলটি কোনো ম্যাচে হারেনি। প্রথম ১৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে এ-বছরই (২০২৩) তাঁরা প্রথম পরাজয়ের মুখ দেখেছে। এরপর অবশ্য দলটি আরও পাঁচটি ম্যাচে (সব প্রতিযোগিতা মিলিয়ে) পরাজয়ের স্বাদ পেয়েছে। বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। ফরাসি কাপেও একই অবস্থান থেকে বিদায় নিয়েছে। এসব ফলাফল গাল্টিয়া’র ভবিষ্যতের ওপর প্রভাব ফেলেছে। দুই বছর আগে গাল্টিয়া’র অধীনেই লিল ফরাসি লিগের শিরোপা জয় করেছিল।

মৌসুমের শেষে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে মেসিও ক্লাব ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। আগামী সপ্তাহে ক্লেমন্টের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচটি হতে পারে পিএসজি’র জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ।

একই দিনে, আয়াসিওকে পরাজিত করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানের পাশাপাশি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করেছে লেন্স। ডেভিয়ার মাচাডো, আদ্রিয়ের থমাসন ও লোয়িস ওপেন্ডার প্রথমার্ধের গোলে লেন্সের জয় নিশ্চিত হয়। বেলজিয়ান স্ট্রাইকার ওপেন্ডা পেনাল্টি থেকে লিগের বিংশতম গোল করেছেন।

ভেলোড্রোমে ঘরের মাঠে ব্রেস্টের কাছে ২-১ গোলে পরাজিত হয়েও তৃতীয় স্থান নিশ্চিত করেছে অলিম্পিক মার্শেই।

লিল পিছিয়ে থেকেও নঁতেকে ২-১ গোলে পরাজিত করে চতুর্থ স্থানে থেকে ইউরোপা লিগে খেলার অবস্থান মজবুত করেছে। রেনে ও মোনাকোর চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে রয়েছে লিল (৬৬)। গোল ব্যবধানে মোনাকোকে পেছনে ফেলে পঞ্চম স্থানে রয়েছে রেনে। পঞ্চম স্থানের দলটি আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ পাবে। ষষ্ঠ স্থানের দল ছিটকে যাবে ইউরোপিয়ান আসর থেকে।

Loading...