loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

স্বপ্নার পরে বাফুফে'র ক্যাম্প ছাড়লেন আঁখি


স্বপ্নার পরে বাফুফে'র ক্যাম্প ছাড়লেন আঁখি

বাংলাদেশের নারী ফুটবলাঙ্গন বর্তমানে কিছুটা উত্তাল। সম্প্রতি হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাফজয়ী স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। এর কয়েক ঘণ্টার ব্যবধানে বয়সভিত্তিক ও সিনিয়র নারী জাতীয় দলগুলোর কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন গোলাম রব্বানী ছোটন। যদিও তাঁর চলে যাওয়া-বহাল থাকা নিয়ে বিভিন্ন রকম খবর প্রকাশিত হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমে। তবে, স্বপ্না ও আঁখির খবরটি এখানো পর্যন্ত নিশ্চিত।

বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছেন খেলোয়াড়েরা। সাফজয়ী দলের আনুচিং মোগিনি ও সাজেদা খাতুন ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই। দু’দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সাফজয়ী দলের আরেক সদস্য সিরাত জাহান স্বপ্না। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ফুটবল আর খেলবেন না।

এরপরে, সাফজয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুনও ক্যাম্প ছেড়ে চলে গেছেন সিরাজগঞ্জের বাড়িতে। তিনি যাওয়ার আগে বাফুফেকে বলে গেছেন, তাঁর মা অসুস্থ। মা সুস্থ হলে ফিরবেন। অবশ্য, কবে ফিরবেন – সেটা বলে যাননি।

আঁখি এর আগেও একবার বাড়িতে গিয়েছিলেন অনির্দিষ্টকালের জন্য। তখন বাফুফে বারবার যোগাযোগ করলেও তিনি ক্যাম্পে ফেরেননি। মায়ের অসুস্থতার জন্য তখন তিনি বাড়িতে ছিলেন। শেষ পর্যন্ত, বাফুফে তাঁকে অনুরোধ করে ক্যাম্পে ফিরিয়ে নিয়ে আসে।

আঁখির এবারের চলে যাওয়া নিয়ে একটি সূত্র বলছে – তিনি বিয়ে করতে চলেছেন। তাঁর ‘হবু বর’ চীনে থাকেন। বিয়ে করে আঁখিও চীনে চলে যাবেন।

সুতরাং, কারণ যা-ই হোক – আঁখিকেও হারাতে চলেছে নারী ফুটবল দল।

অবশ্য, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বিষয়গুলো নিয়ে চিন্তিত নন। আঁখির চলে যাওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেছেন, এটাই পৃথিবীর নিয়ম; পুরনোরা যাবে, নতুন আসবে। একেকজনের একেক রকম সমস্যা। কাজেই, যাঁর যাঁর জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক সে-ই। তাঁরা ধরেই নিয়েছেন – এমন আরও হবে।

Loading...