loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

বিএসপিএ’র সেরা লিটন, পপুলার চয়েজ সাবিনা, সেরা কোচ ছােটন


বিএসপিএ’র সেরা লিটন, পপুলার চয়েজ সাবিনা, সেরা কোচ ছােটন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য লিটন কুমার দাস কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২-এর বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেনজাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন । বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সম্প্রতি নারী জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া গোলাম রব্বানী ছােটন। রাজধানীর একটি হোটেলে রোববার (২৮ মে) আয়োজিত জমকালো অনুষ্ঠানে ১৫ ক্যাটাগরিতে বিভিন্ন ক্রীড়াবিদ, সংগঠক ও ফেডারেশনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অফ এশিয়া (এআইপিএস এশিয়া)’র ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০২২ সালের বর্ষসেরা বিদেশি ফুটবলার নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রবসন রবিনিয়ো। গত প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১৬ গোল করা ব্রাজিলিয়ান এই ফুটবলার সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন। গোল করেছেন এএফসি কাপেও। বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবিনা খাতুন। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সম্প্রতি নারী জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া গোলাম রব্বানী ছােটন। এই কোচের অধীনে নারী সাফ জিতেছে বাংলাদেশ।

বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লিটন কুমার দাস। বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

২০২২ সালে বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। যুব উন্নয়ন, নারী কাবাডি কার্যক্রম ছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সাফল্যর কারণে এই স্বীকৃতি পেয়েছে কাবাডি ফেডারেশন। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ব্যাডমিন্টনের এস এস এম সিফাত উল্লাহ গালিব ও টেবিল টেনিসের মো. নাফিজ ইকবাল। দু’জনই ২০২২ সালে দক্ষিণ এশিয়ার জুনিয়র পর্যায়ে স্বর্ণপদক ছাড়াও ঘরোয়া আসরে সাফল্য পেয়েছেন।

বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান।

জাতীয় ও সামার অ্যাথলেটিকসের দ্রুততম মানব ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ডও ভেঙেছেন। গত ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে জেতা স্বর্ণপদক অবশ্য এক্ষেত্রে বিবেচিত হয়নি। কারণ, এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২২ সালের নৈপুণ্যের ভিত্তিতে। বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দু’টি এসএ গেমসে রুপা জয়ী হার্ডলার সুমিতা রানি। ২০০৬ সালের পরে ২০১০ সালের গেমসে রূপা জিতেছেন বাংলাদেশ কারা কর্তৃপক্ষের এই ক্রীড়াবিদ।

সেরা আর্চারের পুরস্কার জিতেছেন নাসরিন আক্তার। থাইল্যান্ডের ফুকেট-এ এশিয়া কাপ আরচারি স্টেজ-ওয়ান প্রতিযোগিতার রিকার্ভ একক, দলগত ও মিশ্র দ্বৈত ইভেন্টে স্বর্ণজয় করেন এই তীরন্দাজ।

তৃণমূল পর্যায়ের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন সাঁতার কোচ মো. আমিরুল ইসলাম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামকে সাঁতারের উর্বর ভূমি হিসেবে প্রতিষ্ঠা করা এই কোচের হাত ধরে শতাধিক সাঁতারু জাতীয় পর্যায়ে উঠে এসেছেন।

বর্ষসেরা হকি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম। এএইচএফ কাপে আট, এশিয়ান গেমস বাছাইয়ে চার এবং ফ্র্যাঞ্চাইজি লিগে ১২ গোল করেন আশরাফুল।

সেরা দলগত সাফল্যর স্বীকৃতি পেয়েছে সাফজয়ী নারী ফুটবল দল ও বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড দল। বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি ভারতে দু’টি প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

Loading...