বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। পিয়ারী বেগমের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর একমাত্র সন্তান রবিউল আমিন। পরিবারিক সূত্রে জানা গেছে, পিয়ারী বেগম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি প্রয়াত অভিনেতা আমিনুল হকের স্ত্রী। পিয়ারী বেগম একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
‘মুখ ও মুখোশ’ ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট, ঢাকার ‘রূপমহল’ প্রেক্ষাগৃহে। ছবিটির পরিচালক আবদুল জব্বার খান। এই ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে ছিলেন পিয়ারী বেগম। পিয়ারী বেগম ছাড়া এই ছবিতে অভিনয় করেন – পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আরা প্রমুখ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পিয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, দেশের প্রথম বাংলা চলচ্চিত্রে অন্যতম কেন্দ্রীয় ‘নাজমা’ চরিত্র রূপায়নকারী অভিনয়শিল্পী পিয়ারী বেগম আমাদের সিনেমাজগতে সাহসী পথিকৃত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সেই সময় খুব কম নারীই চলচ্চিত্রে অভিনয়ে এগিয়ে এসেছেন।