দেশে চলমান তাপদাহের কারণে প্রাথমিক স্তরের পর এবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫-৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে, গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।