loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

ফরাসি ওপেনে সুইয়াটেকের তৃতীয় শিরোপা জয়


ফরাসি ওপেনে সুইয়াটেকের তৃতীয় শিরোপা জয়

বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় ইগা সুইয়াটেক তৃতীয়বারের মতো ফরাসি ওপেনের নারী এককের শিরোপা জিতলেন। ২২ বছর বয়সী পোলিশ টেনিস তারকা সুইয়াটেক প্যারিসে শনিবার (১০ জুন) অনুষ্ঠিত এই গ্র্যান্ড স্লাম আসরের ফাইনালে ৬-২, ৫-৭, ৬-৪ সেটে হারিয়ে দেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে।

২০০৭-এ জাস্টিন হেনিনের পরে সুইয়াটেক হলেন দ্বিতীয় নারী খেলোয়াড়, যিনি টানা দ্বিতীয় ফরাসি ওপেন জিতলেন। রোঁলা গারোঁয় এটি তাঁর তৃতীয় শিরোপা জয়, সব মিলিয়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব। 

তিনি প্যারিসে ২০২০ ও ২০২২ সালে এবং গত বছর ইউএস ওপেনের শিরোপাও জয় করেছিলেন।

Loading...