loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

তালুকদার আব্দুল খালেক খুলনায় মেয়র পদে পুনর্নির্বাচিত


তালুকদার আব্দুল খালেক খুলনায় মেয়র পদে পুনর্নির্বাচিত

বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আব্দুল খালেক সোমবার (১২ জুন) অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন। খালেক তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে সোমবার রাতে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

তালুকদার আব্দুল খালেক তাঁর দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এবার ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ছিল প্রায় ৪৭.৮৯ শতাংশ।

বর্ষীয়ান রাজনীতিবিদ তালুকদার আব্দুল খালেক ২০০৮ ও ২০১৮ সালে বিজয়ী হয়েছিলেন।

Loading...