loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার


বাংলাদেশ ইউনিভার্সিটিতে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার। তাঁরা হলেন, জাতীয় দলের অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মিনহাজুল ইসলাম ও আব্দুল গাফ্ফার। ভর্তিকৃত সকলেই বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে মঙ্গলবার (২০ জুন) সকালে উপস্থিত হয়ে ক্রিকেটাররা তাঁদের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেন। এ-সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান নিপু, সিএসই বিভাগের চেয়ারম্যান সাদিক ইকবাল, সিনিয়র সহকারী রেজিস্ট্রার মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নাজমুল হোসেন শান্ত বিইউ’র বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “বাংলাদেশ ইউনিভার্সিটির বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। এত বড় ক্যাম্পাস, বিশেষ করে বিইউ’র বিশাল খেলার মাঠ সত্যিই সুন্দর।”

নাহিদ রানা বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান খেলোয়াড়দের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। 

মিনহাজুল ইসলাম বলেন, “এখানকার শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।”

অপর ক্রিকেটার আব্দুল গাফ্ফার ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিইউ’তে ভর্তি হয়ে তিনি গর্বিত।

বাংলাদেশ ইউনিভার্সিটি’র ক্রিকেট দলের কোচ এবং সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবাল বলেন, “শুরু থেকেই আমার টার্গেট ছিল – জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা যাতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করতে পারে, সেই চেষ্টা করে যাওয়া। এ-কাজে আমরা সফল।”

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...