loader image for Bangladeshinfo

শিরোনাম

  • চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিতলো আত্মঘাতী গোলে

  • ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতোরে স্কিলাচির আর নেই

  • চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ে জাগ্রেবকে হারিয়েছে বায়ার্ন

  • কৃষি গবেষণা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাত উদ্যোগ

  • ডিআইআইটি শিক্ষার্থী’র উদ্ভাবন অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’

ঈদের সিনেমা


ঈদের সিনেমা

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এখন পর্যন্ত ছয়টি সিনেমা মুক্তির সিদ্ধান্তের কথা জানা গেছে। এগুলো হলো – হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘প্রিয়তমা’য় অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান। তাঁর জুটি হিসাবে রয়েছেন কলকাতার ইধিকা পাল।

এবার শাকিবের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াচ্ছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন। ছবিটির নাম ‘সুড়ঙ্গ’। নির্মাতা রায়হান রাফি। গত বছর কোরবানির ঈদে ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রির চাকা রীতিমতো ঘুরিয়ে দিয়েছিলেন এই নির্মাতা। তাঁর অভিনয়শিল্পীদের মতো তাঁরও ভক্ত তৈরি হয়েছে। তাই ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকদের একটি আলাদা চাহিদা রয়েছে।

নিশোও যেহেতু প্রথমবার সিনেমায় অভিনয় করছেন, স্বভাবতই তাঁর ভক্তরা সেটি মিস করবেন না। এই ছবির নায়িকা তমা মির্জা। তমা নিজেকে দারুণ এক অবস্থানে নিয়ে গেছেন। তাঁর অভিনীত ওয়েব সিরিজগুলোই এর প্রমাণ। তাই বলা যায়, ঈদে সিনেমার পর্দায় নিশো-তমার রসায়নে রায়হান রাফির ঝলক দেখতে ভিড় জমাবেন দর্শক।

‘অন্তর্জাল’-ও ঈদের বাজারে হানা দিতে প্রস্তুত। সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার নায়ক-নায়িকা – সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। সিয়াম ঢাকাই সিনেমায় কাটতি-নায়ক হিসাবে নিজের অবস্থান এখনো তৈরি করতে না পারলেও তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই থাকার কথা নয়। অন্যদিকে, গত বছর ‘পরান’ দিয়ে মিম আবারও চিনিয়েছেন তাঁর জাত। নির্মাতা হিসাবে দীপঙ্কর দীপন ইতোমধ্যে পরীক্ষিত। সুতরাং, ‘অন্তর্জাল’ যদি অন্যগুলোকে ছাপিয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

গত রোজার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাস আওয়াজ দিয়েছিলেন তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি দেবেন। তবে, সেটা আওয়াজেই সীমাবদ্ধ ছিল। কুরবানির ঈদে এসে তিনি জানিয়েছেন নিশ্চয়তার কথা। আপাতত ধরে নেওয়া যায় – লাল শাড়ি পরে অপু ঈদে হাজির হবেন প্রেক্ষাগৃহে। এই ছবিটি সরকারি অনুদানে নির্মিত। এক সময়ের ঢালিউড কুইন অপুর সঙ্গে সাইমন সাদিকের অভিনয় দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা।

‘প্রহেলিকা’য় বুবলীর সঙ্গে রয়েছেন একসময় ছোটপর্দা কাঁপানো অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকার নির্মাণশৈলীর সঙ্গে মাহফুজ-বুবলীর রসায়ন দর্শকপ্রিয়তা পাবে – সেটা বোধহয় অনুমান করাই যায়।

এছাড়া, ‘ক্যাসিনো’তে বুবলীর বিপরীতে রয়েছেন অনেকের প্রিয়মুখ নিরব।

Loading...