loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট সিটি মেয়র নির্বাচনে আনোয়ারুজ্জামান জয়


সিলেট সিটি মেয়র নির্বাচনে আনোয়ারুজ্জামান জয়

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৯,১২৯ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন। এর আগে, সিলেট সিটির ইতিহাসে এত ব্যবধানে কেউ মেয়র নির্বাচিত হননি। বুধবার (২১ জুন) ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪২টি ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নির্বাচনে চার লাখ ৮৭ হাজার ৭৫৩ ভোটারের মধ্যে দুই লাখ ২৭ হাজার ৮৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে, বাতিল হয়েছে ১,২১৬ ভোট। ভোট পড়েছে ৪৬.৭১ শতাংশ।

ফলাফল অনুযায়ী, আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০,৮৬২ ভোট।

এবার সিলেট সিটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সিলেট সিটিতে মেয়র পদে আট জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Loading...