loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

ডিআইইউ-এর সাইবার সিকিউরিটি সেন্টার এখন মাইল২ প্রশিক্ষণ কেন্দ্র


ডিআইইউ-এর সাইবার সিকিউরিটি সেন্টার এখন মাইল২ প্রশিক্ষণ কেন্দ্র

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান মাইল২ এর সাথে যৌথভাবে কাজ করবে। গত ২৫ জুন, সাইবার সিকিউরিটি সেন্টার মাইল২-এর একটি অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে, এশিয়া অঞ্চলের প্রতিনিধি আলমগীর হোসেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমানকে এটিসি সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লু টিম বাংলাদেশের আলমগীর হোসেন এবং তারেক আজিজসহ মাইল২-এর প্রতিনিধিবৃন্দ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, ডিন একাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার, ড. মোহাম্মদ নাদির বিন আলী, এবং সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মোঃ মারুফ হাসান।

মাইল২ বিশ্বব্যাপী স্বীকৃত সাইবারসিকিউরিটি সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠান। মাইল২ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে দক্ষ সাইবার নিরাপত্তা পেশাদার তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান এই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশে সেরা সাইবার নিরাপত্তা শিক্ষা প্রদানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে মাইল২ অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে – যা অত্যন্ত আনন্দের। শিক্ষার্থী এবং প্রফেশনালরা এখান থেকে সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়ােজনীয় দক্ষতা এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেট অর্জনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার উন্নয়নে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাইল২-এর এশীয় অঞ্চলের প্রতিনিধি, আলমগীর হোসেন, সহযোগিতার বিষয়ে বলেন, “আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারকে আমাদের অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্রগুলির নেটওয়ার্কে যুক্ত করতে পেরে আনন্দিত। আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা একত্রিত করে, আমরা বাংলাদেশে একটি শক্তিশালী সাইবার সিকিউরিটি ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্য কাজ করছি।”

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...