loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু


করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে একযোগে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এটি চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে মঙ্গলবার (৪ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ ভ্যাক্সিনের তৃতীয় এবং চতুর্থ ডোজ দেওয়া হবে। এরই মধ্যে যাঁরা কমপক্ষে চার মাস আগে দ্বিতীয় বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন, তাঁদেরকে প্রাপ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, এই ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব, দীর্ঘমেয়াদী রোগাক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাক্সিন দেওয়া হবে। এছাড়া, চলমান কার্যক্রমে যেসব ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিক এখনো কোভিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি, তাঁরা সেটি গ্রহণ করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পেইনের পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনো প্রথম বা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেনি, তাঁদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া হবে।

Loading...