loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ফরেস্টকে হারিয়ে সিটির শিরোপা আশা উজ্জ্বল

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

  • ভারতের বিপক্ষে হেরে টাইগ্রেসদের সিরিজ শুরু

  • এফবিসিসিআই ফ্রান্সের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

চ্যাম্পিয়ন রাইবাকিনাকে বিদায় করে সেমিতে ইয়াবিয়ের


চ্যাম্পিয়ন রাইবাকিনাকে বিদায় করে সেমিতে ইয়াবিয়ের

এলেনা রাইবাকিনা ও ওন্স ইয়াবিয়ের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ২০২২ উইম্বলডন টেনিসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। প্রথম সেট হেরেও ইয়াবিয়েরকে পরাজিত করে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন রাইবাকিনা। রাশিয়া ছেড়ে কাজাখস্তানের নাগরিকত্ব নেওয়া রাইবাকিনার সেটিই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এক বছর পর বুধবার (১২ জুলাই) আবার সেই সেন্টার কোর্টে মুখোমুখি হলেন এই দুই তারকা। অবশ্য, এবার দু’জনের দেখা হয়ে গেছে কোয়ার্টার-ফাইনালেই। তবে, রাইবাকিনা নন, এবার শেষ হাসি হাসলেন তিউনিসিয়ান ইয়াবিয়ের। প্রতিশোধ নিয়ে রাইবাকিনাকে বিদায় করে উঠলেন সেমিফাইনালে। এবার প্রথম সেটটা ৬-৭ (৫/৭) গেমে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইয়াবিয়ের শেষ দুই সেট জেতেন ৬-৪, ৬-১ গেমে।

সেমিফাইনালে বৃহস্পতিবার ইয়াবিয়েরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। বেলারুশ তারকা দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা কোয়ার্টার-ফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিইসকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেছেন।

শেষ চারের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রুসোভার মুখোমুখি হবেন ওয়াইল্ড কার্ড নিয়ে এবারের উইম্বলডনে খেলতে আসা এলিনা সুইটোলিনার।

নারীদের দু’টি সেমিফাইনালই বৃহস্পতিবার হবে; আর পুরুষ এককের সেমিফাইনাল দু’টি হবে শুক্রবার, যেখানে মুখোমুখি হবেন – স্পেনের কার্লোস আলকারাজ ও রাশিয়ার ড্যানিল মেদভেদেভ এবং সার্বিয়ার নোভাক জকোভিচ ও ইতালির জানিক সিনার।

Loading...