loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

জোকোভিচের হার; উইম্বলডনের নতুন রাজা আলকারা


জোকোভিচের হার; উইম্বলডনের নতুন রাজা আলকারা

অল ইংল্যান্ড ক্লাবে রোববার (১৬ জুলাই) ৪ ঘণ্টা ৪২ মিনিট লড়াই শেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। একজন কোর্টে লুটিয়ে দু’হাতে ঢাকলেন মুখ। সেই একজন নোভাক জোকোভিচ নন, কার্লোস আলকারা। ২০১৩ সালের পরে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে যিনি পরাজিত হননি, সেই জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ট্রফি হাতে তুললেন আলকারা। প্রথমবারের মতো উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়ে গেলেন  স্পেনের এই তরুণ। অথচ, তিনি প্রথম সেটটা কি খারাপভাবেই না হেরেছিলেন!

আলকারা বয়সে তাঁর চেয়ে ১৬ বছরের বড় জোকোভিচকে হারিয়েছেন ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে। ২০২১ সালে প্রথমবার গ্র্যান্ড স্লামের মূল পর্বে খেলা আলকারার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। তিনি  প্রথমটি জিতেছিলেন গত বছর ইউএস ওপেনে, ক্যাস্পার রুডকে হারিয়ে।

আলকারা গত মাসে রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে এই জোকোভিচের কাছেই মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রথম দুই সেটে দুর্দান্ত লড়াই উপহার দেওয়ার পরে ক্র্যাম্প হয়েছিল তাঁর। পরে তিনি বলেছিলেন, জোকোভিচকে নিয়ে বেশি ভাবার প্রভাব পড়েছে তাঁর শরীরে।

সুতরাং, আলকারা এবার নিশ্চয়ই আরও বেশি মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলেন; রোববারের ফাইনালে সেটির প্রমাণই পাওয়া গেলো। যে-জোকোভিচ অজেয় মানসিকতার জন্য পরিচিত, সেই জোকারের বিপক্ষেই প্রথম সেটে পরাজিত হয়েও দারুণ প্রত্যাবর্তন হলো তাঁর; আর শেষমেশ তো শিরোপাই জয় করলেন।

Loading...