জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর আয়োজনে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যাশন ও অত্যাধুনিক প্রযুক্তির দারুণ প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে। সেদিন সন্ধ্যায় আইসিসিবি হয়ে উঠেছিল ফ্যাশনপ্রেমীদের জন্য এক দারুণ মিলনমেলা। দেশের ফ্যাশনপ্রেমী, ইন্ডাস্ট্রির গুণীব্যক্তি এবং ট্রেন্ড সেটারদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল মুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক তাহসান খান, অভিনেতা তৌসিফ মাহবুব ও টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়া, সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, টেক রিভিউয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিন্নরকম এই আয়োজনের উপস্থাপক হিসেবে ছিল দ্য ঢাকা গাইস। তাঁদের প্রাণবন্ত, হাস্যরসপূর্ণ ও মজাদার উপস্থাপনা অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে রাখে।
আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানশান হোল্ডিংসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক। তাঁরা এই ব্র্যান্ড এবং অসাধারণ ক্যামন ২০ সিরিজ বিষয়ে নিজেদের ভাবনার বিষয়ে কথা বলেছেন। ব্যতিক্রমী ধারার এই স্মার্টফোনটিতে উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে আকর্ষণীয় ডিজাইনের দারুণ এক মেলবন্ধন ঘটেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইস্মার্টইউ বাংলাদেশের সিওও শ্যামল সাহা এবং টেকনোর মার্কেটিং ডিরেক্টর ভেন নিসহ আরও অনেকে।
টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের তত্ত্বাবধায়নে তাহসানের লাইভ মিউজিকের সাথে ভিন্নমাত্রার এক ফ্যাশন শো। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ইমাম হাসান ও সামিনা সারার ফ্যাশন চয়েজ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলোড়ন তৈরি করে; তাঁরা দারুণভাবে সেটি উপভোগ করেন ।
ইভেন্টটি তারকাদের গ্ল্যামারপূর্ণ উপস্থিতি ও বিভিন্ন পরিবেশনায় ভরপুর থাকলেও, অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল – নতুন ক্যামন ২০ সিরিজ। স্মার্টফোনটি অসাধারণ সব ফিচারে পরিপূর্ণ। যার মধ্যে রয়েছে – শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের নাইট পোট্রের্ট ক্যামেরা, আট গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরও অনেক ফিচার।
টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের উদ্দেশ্য ছিল মূলত ফ্যাশন ও প্রযুক্তির মধ্যে সত্যিকারের মেলবন্ধন তৈরি করা। যার সূচনা হয়েছে, সাম্প্রতিক সময়ে মর্যাদাপূর্ণ লন্ডন ফ্যাশন উইকে টেকনো ও ভোগ-এর মধ্যে বৈশ্বিক যৌথ প্রয়াসের মাধ্যমে। প্রতিষ্ঠান দু’টির মধ্যকার এই মিলনের মাধ্যমে টেকনো’র প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
টেকনো এবং ক্যামন ২০ সিরিজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ঘুরে আসতে পারেন টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট www.tecno-mobile.com/bd থেকে।
টেকনো সম্পর্কে
টেকনো একটি উদ্ভাবনী প্রযুক্তির বৈশ্বিক ব্র্যান্ড, যা পাঁচটি মহাদেশের ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে থাকে। যাত্রা শুরুর পর থেকে টেকনো উদীয়মান বৈশ্বিক বাজারে ডিজিটাল অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। পাশাপাশি, আধুনিক প্রযুক্তির সঙ্গে সমসাময়িক চিন্তা ও নান্দনিক ডিজাইনের নিখুঁত মেলবন্ধন তৈরিতে বদ্ধপরিকর। বিস্তৃত পরিসরে আধুনিক উদ্ভাবনের মাধ্যমে স্মার্টফোন, স্মার্ট ওয়ারেবলস, ল্যাপটপ, ট্যাবলেট, HiOS অপারেটিং সিস্টেম এবং ঘরের স্মার্ট পণ্য তৈরিতে টেকনো বর্তমানে নিজস্ব টার্গেট মার্কেটের অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ‘স্টপ অ্যাট নাথিং’ মূলমন্ত্র দ্বারা পরিচালিত টেকনো দূরদর্শী মানুষদের জন্য সবচেয়ে সেরা এবং নতুনতম প্রযুক্তিগুলো নিয়ে আসতে চায়। নান্দনিক ও বুদ্ধিবৃত্তিক পণ্য তৈরির মাধ্যমে টেকনো বিশ্বব্যাপী এর গ্রাহকদের সবসময় নিজেদের সেরা পণ্যই উপহার দিতে চায়।
– সংবাদ বিজ্ঞপ্তি