loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

দেশে ফিরেছেন শাকিব খান


দেশে ফিরেছেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে জুলাইয়ে প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন। এক মাসেরও বেশি সময় পরে বৃহস্পতিবার (১০ অগাস্ট) দেশে ফিরেছেন তিনি। এদিন সকাল নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই অভিনেতা। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিমানবন্দরে সুপারস্টারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফসহ গণমাধ্যমের কর্মীগণ।

শাকিব ‘প্রিয়তমা’র সাফল্যসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, যার মধ্যে ছিল পুত্র আব্রাম খান জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটানোর বিষয়টিও। তিনি এর পরে তাঁর ছোট পুত্র শেহজাদ খান বীরকে নিয়েও যুক্তরাষ্ট্রে সময় কাটানোর আশাবাদ ব্যক্ত করেন।

শোনা যাচ্ছে, নির্মাতা অনন্য মামুন শাকিবকে নিয়ে প্রথমবারের মতো ছবি নির্মাণ করবেন। ‘দরদ’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই। যদিও এ-ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘প্রিয়তমা’ টিম বর্তমানে বিশ্বজুড়ে ছবিটির সাফল্যই উপভোগ করছে। শাকিব-ইধিকা পল অভিনীত ‘প্রিয়তমা’ বাংলাদেশের অলটাইম ব্লকবাস্টার হয়েছে বলে সংবাদে প্রকাশ।

Loading...