২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে জুন মাসে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ও ঢাকা শিক্ষা বোর্ড মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে।
করোনা-মহামারির কারণে গত তিন বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়েছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়েছে। আর এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে।