শমশের মবিন চৌধুরীকে চেয়ারপার্সন ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে মহাসচিব করে তৃণমূল বিএনপি’র ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, দলটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। দলটির জাতীয় সম্মেলন ও কাউন্সিলে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এই কমিটি ঘোষণা করা হয় খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
এদিন বেলা ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় দলের কাউন্সিল। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান।