loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

ফরটি আন্ডার ফরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড জিতলেন নাবিল


ফরটি আন্ডার ফরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড জিতলেন নাবিল

লেখক, সমাজকর্মী, প্রশিক্ষক ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিসিসিআই ও ইন্সপায়ারিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফরটি আন্ডার ফরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড জিতেছেন। রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটোরিয়ামে গত ১২ সেপ্টেম্বর আইসিটি, যুব ক্ষমতায়ন, ডিজিটালাইজেশন, প্রশিক্ষণ এবং স্মার্ট বাংলাদেশ এজেন্ডা বাস্তবায়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ নাবিলকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, তুরস্ক প্রজাতন্ত্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার এবং ডিজি, ট্রেড, ইনভেস্টমেন্ট ও আইসিটি, ড. সৈয়দ মুনতাসির মামুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলতামিশ নাবিলের পাশাপাশি, আইসিটি খাতে অবদানের জন্য দেশের আরও কয়েকজন তরুণ ব্যক্তিত্বকে ফরটি আন্ডার ফরটি স্মার্ট বাংলাদেশ আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরস্কার প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, “প্রতিটি পুরস্কারই অনুপ্রেরণার। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং ইন্সপায়ারিং বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রাপ্ত 'ফরটি আন্ডার ফরটি বাংলাদেশ আইসিটি' অ্যাওয়ার্ডটি আমাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে কাজ করার শক্তি জোগাবে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা পূরণের লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বব্যাপী তরুণদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে আরও অনুপ্রেরণা দান করবে।”

আলতামিশ নাবিল বর্তমানে মিয়াকি নামক একটি বহুজাতিক প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি। সম্প্রতি নাবিল বি. পজিটিভ ফাউন্ডেশন নামে একটি সামাজিক উদ্যোগও প্রতিষ্ঠা করেছেন। লেখক হিসেবে ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি বই বাংলাদেশ ও ভারতে প্রকাশিত হয়েছে। এছাড়াও বিগত বেশ কয়েক বছর যাবত তিনি ব্যক্তিগত ব্র্যান্ডিং, কন্টেন্ট রাইটিং, অ্যাপ মনিটাইজেশনসহ আরও কিছু বিষয়ে প্রশিক্ষক হিসাবে বিশ্বব্যাপী অগণিত তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...