loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ বৃহস্পতিবার শুরু


বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ বৃহস্পতিবার শুরু

বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। দুপুর দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজ শুরুর একদিন আগে বুধবার মিরপুরে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক লোকি ফার্গুসন ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। টাইগাররা এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে।

এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকবেন।

দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরবেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন।

নিউজিল্যান্ড স্কোয়াড
লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

Loading...