ভারত তাঁদের পেসার মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো। স্বাগতিক দল মোহালিতে সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) পাঁচ উইকেটে হারিয়েছে সফরকারী দলকে।
এদিন ভারতের সামি ক্যারিয়ার-সেরা বোলিং করে ৫১ রানে পাঁচ উইকেট শিকার করেন।
এই জয়ে পাকিস্তানকে সরিয়ে আবারও ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই র্যাংকিংয়ের শীর্ষে এখন টিম ইন্ডিয়া।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার (২৪ সেপ্টেম্বর) ইন্দোরে।