loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রাঙ্গামাটি ও নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর

  • প্রথম ‘পরিত্যক্ত’ টি-টোয়েন্টি ম্যাচ দেখলো টাইগ্রেসরা

  • শেষ মুহূর্তে আর্সেনালকে জয় উপহার দিলেন রাইস

  • ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় মেসি

  • ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর

নির্বাচনে মহাজোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি


নির্বাচনে মহাজোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ-বিষয় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের চিঠি শনিবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে জমা দেন বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

চিঠিতে রওশন এরশাদ বলেছেন, এটি শুধু নির্বাচনী জোট। নির্বাচন শেষে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরন করেই দলীয় ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন। জাপা’র মনোনীতরা দলীয় প্রতীক লাঙ্গল বা তাঁর ইচ্ছানুসারে মহাজোটের প্রার্থী হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। 

বেগম রওশন এরশাদ এ-বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

Loading...