loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়; ব্রাজিলের ড্র

  • মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করলো পূবালী ব্যাংক

  • বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে: তারেক

  • জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: পরিবেশ উপদেষ্টা

  • অতি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া হবে: আইন উপদেষ্টা

আসছে শাকিব খানের ‘তুফান’


আসছে শাকিব খানের ‘তুফান’

হিমেল আশরাফের ‘রাজকুমার’-এর পর ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে পরিচালক রায়হান রায়হান রাফি নির্মাণ করছেন ‘তুফান’। ঢাকার একটি হোটেলে সোমবার (১১ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় – আগামী ঈদ-উল-আজহায় ‘তুফান’ ছবিটি মুক্তি পাবে। অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

চলতি বছরটা শাকিবের ক্যারিয়ারের অন্যতম সফল বছর। কেননা, ‘প্রিয়তমা’ দেশ-বিদেশে তুমুল ঝড় তুলেছে। সব শ্রেণির দর্শক এই ছবিটি দেখেছেন। সিনেমাটি নিয়ে প্রবাসীদেরও দারুণ আগ্রহ রয়েছে।

শাকিব সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যে দেশের সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে দেশের প্রযোজক ও পরিচালকেরা যে-স্বপ্ন দেখেছেন, সেটা আর খুব বেশি দূরে নয়। তিনি সেদিকেই তাকিয়ে রয়েছেন। 

তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমা ১০০ কোটি টাকা আয় করবে...। একটা সময় এমনও মনে হবে যে, বাংলা সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম। এর কারণ, দেশের জনসংখ্যা। ... নর্থ আমেরিকায় আমাদের মিলিয়ন ডলারের বাজার তৈরি হয়ে আছে...। শুধু দরকার ছিল বাংলার বড় একটা কোলাবোরেশনের; একসঙ্গে মিলে কাজ করার। একসঙ্গে কাজ না-করলে দেশের সিনেমাকে সেই জায়গায় আমরা কখনোই দেখতে পাবো না...।’

যৌথভাবে ঢালিউড সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকে সাধুবাদ জানান শাকিব। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রযোজনা প্রতিষ্ঠান ও ‘চরকি’র প্রতি।

Loading...