loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

বিভিন্ন স্থানে বই উৎসব উদযাপিত


বিভিন্ন স্থানে বই উৎসব উদযাপিত

২০২৪-এর প্রথমদিনে দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপন করা হয়েছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

নতুন বছরের প্রথম দিনেই জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব উদযাপন হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এই উৎসব অনুষ্ঠিত হয়।

বই উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘কালের কন্ঠ’ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইমদাদুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় আজ রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ১৯৬৩ সালে এই রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে হবে এবং সেই লক্ষ্যে সকল শিক্ষকমন্ডলী, সকল অভিভাবক, সকল শিক্ষার্থীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। যাতে এই প্রতিষ্ঠানটি অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে এটাই আমার প্রত্যাশা।

বই উৎসবে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীসহ ডিএমপির অন্যান্য কর্মকর্তারা।

উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে বই উৎসব
ঢাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সোমবার (১ জানুয়ারি) পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বই উৎসবে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম এবং কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান এবং বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতি গড়ার লক্ষ্যে শিক্ষাকে সবসময়ই অগ্রাধিকার দিয়েছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উপাচার্য বলেন, নতুন শিক্ষা-ব্যবস্থা মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ভূমিকা রাখবে।

Loading...