loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

দেশের ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন


দেশের ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রতীকী ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শ্রুতিকটু ও নেতিবাচক নাম থাকা দেশের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। মন্ত্রণালয় এসব নাম পরিবর্তন করে নতুন নাম সহকারে সোমবার (১ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশুমনে ও জনমনে বিরূপ প্রভাব ফেলে – এমন বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করা নয়টি বিদ্যালয় চুয়াডাঙ্গার এবং দুইটি নরসিংদীর।

নরসিংদীর বেলাব উপজেলার ‘কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নতুন নাম হয়েছে – ‘শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর নতুন নাম হয়েছে – ‘দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়’-এর নাম – ‘আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়’, একই উপজেলার ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়’-এর নাম – ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম – ‘বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম – ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম – ‘হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

Loading...