loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে


তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে

দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা এসেছে। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করা হয়। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। কোনো জেলার তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, সেক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সে-সব জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ্ব না-হওয়া পর্যন্ত) প্রদান করা যাবে।

জনস্বার্থে জারি করা এই নির্দেশনার কার্যকারিতা ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

Loading...