loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

বইমেলায় বিক্রি প্রায় ৬০ কোটি টাকা, দর্শনার্থী ৫৯ লাখ


বইমেলায় বিক্রি প্রায় ৬০ কোটি টাকা, দর্শনার্থী ৫৯ লাখ

অমর একুশে বইমেলা ২০২৪ শেষ হয়েছে। বাংলা একাডেমির তথ্যমতে, অতিরিক্ত দুইদিনসহ সর্বমোট ৩১ দিন শেষে মেলায় নতুন বই এসেছে ৩,৭৫১টি। এ-বছর মেলায় আনুমানিক ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ১ মার্চ পর্যন্ত মেলায় এসেছেন প্রায় ৫৯ লাখ দর্শনার্থী। একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ শনিবার (২ মার্চ) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে এ-বছরের রিপোর্ট উপস্থাপনকালে এসব তথ্য জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

অমর একুশে বইমেলা শুধু বইমেলা নয়, বাঙালির প্রাণের মেলা, লেখক-পাঠক-বইপ্রেমীদের মিলনমেলা। এবারকার সেই মিলনমেলাই ভাঙল শনিবার, ২ মার্চ। প্রতি বছরের মতো এবারও একুশে বইমেলা শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথমদিনেই। মাসজুড়েই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশে চলেছে বইয়ের উৎসব। ফেব্রুয়ারির শেষদিন পর্যন্ত মেলা হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে সময় বাড়ানো হয় দু’দিন। সেই সময় পেরিয়ে শনিবার বই উৎসবের পর্দা নেমেছে।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ শনিবার বিকেলে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান করেছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন নবনিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ জানান, এবার বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। আগের বছরের তুলনায় ১৩ কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে এবার। এবার বইমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৩,৭৫১টি। আগের বছর বই এসেছিল ৩,৭৩০টি।

বিগত কয়েক বছরে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, এ-বছরই সর্বোচ্চ রেকর্ডসংখ্যক বই বিক্রি হয়েছে। ২০২৩ সালে আনুমানিক ৪৭ কোটি, ২০২২ সালে সাড়ে ৫২ কোটি, ২০২১ সালে ৩ কোটি ১১ লাখ এবং ২০২০ সালে ৮২ কোটি টাকার বই বিক্রি হয়।

সমাপনী অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য কথাপ্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৪ পুরস্কার দেওয়া হয়। বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে অন্যপ্রকাশ (প্যাভিলিয়ন), নিমফিয়া পাবলিকেশন (২-৪ ইউনিট), বেঙ্গল বুকস (১ ইউনিট)-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।

এছাড়া, ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত ‘যাত্রাতিহাস বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত’ গ্রন্থের জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত ‘কিলো ফ্লাইট’ প্রকাশের জন্য জার্নিম্যান বুকস মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ দেওয়া হয়। শিশুতোষ বইয়ের মধ্য থেকে ২০২৩ এ গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ২০২৪ দেওয়া হয় ‘ময়ূরপঙ্খিকে’।

বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা স্বাগত বক্তব্য রাখেন। এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান ও সচিব খলিল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী রাজধানীর বেইলি রোডে নিহতদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মেলার শেষ দিন মেলা প্রাঙ্গণে ভিড় দেখা গেছে। স্টল ও প্যাভিলিয়নের বিক্রয় কর্মীদের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। শেষদিন সর্বোচ্চ বিক্রি হয়েছে বলে জানান বিক্রয়কর্মী ও প্রকাশকরা।

Loading...