loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

রামাদান মাসে ব্যাংকে পাঁচ ঘণ্টা লেনদেন


রামাদান মাসে ব্যাংকে পাঁচ ঘণ্টা লেনদেন

এ-বছর পবিত্র রামাদান মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। সেই হিসেবে ব্যাংকে ১ রামাদান থেকে বিরতিহীনভাবে পাঁচ ঘণ্টা লেনদেন চলবে। অবশ্য, সে-সময় ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৫ মার্চ) এ-তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রামাদান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। 

ব্যাংকে রামাদান মাস ছাড়া অন্যান্য সময়ে সাধারণত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত লেনদেন হয় এবং ব্যাংকের অফিশিয়াল কার্যক্রম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।

রামাদান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Loading...