loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

ভারতকে হারিয়ে সাফ-এর শিরোপা বাংলাদেশের ঘরে


ভারতকে হারিয়ে সাফ-এর শিরোপা বাংলাদেশের ঘরে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল নেপালের কাঠমুন্ডুতে রোববার (১০ মার্চ) বিকেলে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এর আগে ২০১৭ সালে এই শিরোপা জিতেছিল মেয়েরা। বাংলাদেশ এই জয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হলো । রাউন্ড রবিন পর্বে এই ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল দলটি।

এদিন ফাইনালে বাংলাদেশের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক ইয়ারজান বেগম। টাইব্রেকারের ভাগ্য নির্ধারণে ভারতের তিনটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। তবে বাংলাদেশের হয়েও লক্ষ্যভেদ করতে পারেননি দলের দুই সেরা খেলোয়াড় - সৌরভি আকন্দা প্রীতি এবং আল্পি আক্তার। কিন্তু ইয়ারজানের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরে লাল-সবুজ প্রতিনিধিরা।

টাইব্রেকারের প্রথম শট নেওয়া সুরভী আকন্দ প্রীতি মিস করেন। তার শট ঠেকিয়ে দেয় ভারতের বদলি গোলরক্ষক। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে গোলরক্ষক বদল করেন ভারতীয় কোচ। তবে ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান উল্টো এনে দেন। চতুর্থ শটে ভারত সমতায় ফেরে। পঞ্চম শটে বাংলাদেশকে এগিয়ে দেন সাথী মুন্ডা। টিকে থাকতে হলে শেষ শটে গোল করতেই হতো ভারতকে। তবে বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেইভ করায় ৩-২ ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

এদিন বাংলাদেশ ম্যাচের চতুর্থ মিনিটে পিছিয়ে পড়েছিল। আনুশকা কুমারী দুর্দান্ত গোলে এগিয়ে দিয়েছিলেন ভারতকে। ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ সফলতা পায় ৭১তম মিনিটে। মারিয়াম বিনতে হান্না হেডারে ম্যাচে ফেরে বাংলাদেশ।

এই জয়টি বাংলাদেশ ও কোচ সাইফুল বারী টিটুর জন্য অত্যন্ত আনন্দ ও সন্তুষ্টির। কারণ মাস খানেক আগে ঢাকায় অনূর্ধ্ব-১৯ স্তরের ফাইনালে প্রতিবেশী দেশটির সঙ্গে ট্রফি ভাগাভাগি করতে হয়েছিল। সেই ম্যাচটিও পেনাল্টিতে গিয়েছিল, কিন্তু প্রতিটি দলের ১১টি শটের পরেও বিজয়ী নির্ধারণ করা যায়নি। এরপর কিছুটা বিতর্কের পরে ভাগাভাগি করা হয় শিরোপা।

Loading...