loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

আর্সেনাল ১৪ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারে


আর্সেনাল ১৪ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারে

ইংলিশ ক্লাব আর্সেনাল মঙ্গলবার (১২ মার্চ) ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ফিরতি লেগে ম্যাচটি ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে জিতলেও সেটি দুই লেগ মিলিয়ে দুই দলকে আলাদা করতে পারেনি। কেননা, এফসি পোর্তোর মাঠে প্রথম লেগের ম্যাচটা দলটি পরাজিত হয়ে এসেছিল ১-০ গোলেই। দুই লেগ মিলিয়ে তাই ১-১ সমতা। ফলে, এমিরেটসের ম্যাচটি গড়িয়েছে অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না- হওয়ায় অবশেষে টাইব্রেকার। রোমাঞ্চকর সেই লড়াইয়ে ৪-২ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল; আর বিদায় নিতে হলো পোর্তোকে।

টাইব্রেকার মানেই গোলরক্ষকের নায়ক হওয়ার সুযোগ। এদিন আর্সেনালের নায়ক তাঁদের গোলকিপার ডেভিড রায়া – যিনি আর্সেনালে খেলছেন ব্রেন্টফোর্ড থেকে ধারে গিয়ে। ২৮ বছর বয়সী এই স্প্যানিশ গোলকিপারের দারুণ দুই সেইভই ইংলিশ ক্লাবটিকে ২০১০ সালের পরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠিয়েছে।

এদিন স্পট কিকে আর্সেনালের হয়ে শট নেওয়া চারজনই বল জাল স্পর্শ করিয়েছেন। পক্ষান্তরে, পোর্তোর ভেনডেল ও গ্যালেনোর শট ঠেকিয়ে দেন রায়া। ফলে, ক্লাবটি আর্সেন ওয়েঙ্গারের সময় সাতবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা পেলো।

পর্তুগাল থেকে এক গোলে পিছিয়ে ফেরা আর্সেনাল মঙ্গলবার ৪১ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার গোলে ব্যবধানটি ঘুচিয়ে ফেলেছিল। তবে ওটাই ছিল শেষ, ম্যাচে এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। গোল হয়নি অতিরিক্ত সময়েও। ম্যাচও তেমন একটা আকর্ষণীয় হয়নি। যাহােক, টাইব্রেকার পর্বের রোমাঞ্চ পুষিয়ে দিয়েছে সবই।

Loading...