loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

বিশিষ্ট সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই


বিশিষ্ট সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই

বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে পারিবারিক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, সাদী মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জানাযা-দাফনের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।

সাদী মহম্মদের বাবা সলিমউল্লাহকে ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে। তাঁর বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মোহাম্মদ দেশের একজন নৃত্যশিল্পী।

তিনি স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে পরিবার সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত বছরের ৮ জুলাই সাদী মহম্মদের মা শহীদ জায়া জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মায়ে মৃত্যুর পর থেকেই তিনি একটা ট্রমার মধ্যে চলে যান। তিনি মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না।

সাদী মহম্মদ রবীন্দ্রসংগীতের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রবীন্দ্র সংগীতে তাঁর মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও তিনি সমান জনপ্রিয়। অসংখ্য রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তাঁর কন্ঠে; সঙ্গে আধুনিক গানও ।

২০০৭ সালে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তাঁর ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তাঁর ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই ২০১২ সালে তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে। ২০১৫ সালে  সাদী মহম্মদ বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার অর্জন করেন।

Loading...