loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

মেসি-সুয়ারেজের নৈপুণ্যেই জিতলো মায়ামি


মেসি-সুয়ারেজের নৈপুণ্যেই জিতলো মায়ামি

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছেড়ে গেলেও বুধবার (১৩ মার্চ) কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জিতেছে ইন্টার মায়ামি। মেসি নিজে গোল করার সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন এক গোল। ফলশ্রুতিতে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে তাঁদের দল। প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় এদিন জয়ের বিকল্প ছিল না মায়ামির সামনে। সেই ম্যাচই মায়ামি জিতেছে ৩-১ গোলে।

এদিন মায়ামি ম্যাচের অষ্টম মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায়। মেসি এই গোলে সহায়তা করেন। মেসিই ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর পায়ের পেশিতে অস্বস্তি বোধ করায় ৫০ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। তাঁর বদলি নামা রবার্ট টেইলার ৬৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন। 

স্যাম সারিজের শেষ মুহূর্তের গোলটি ন্যাশভিলের পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।

Loading...