loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস


স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার (২২ মার্চ) স্কটল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে। দুই দেশ আগামী জুনে ইউরো-২০২৪ এর প্রস্তুতি সামনে রেখে মুখোমুখি হয়েছিল। এ-যাত্রায় ডাচরাই আধিপত্য দেখালো।  নেদারল্যান্ডস আমাস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনাতে সফরকারী স্কটল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি। রোনাল্ড কোম্যানের দল ৪০ মিনিটে তেজানি রেইন্ডার্সের দূরপাল্লার শটে এগিয়ে যায়। স্কটল্যান্ডের লরেন্স শানল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরুতে পোস্টে বল লাগালে সমতায় ফেরা হয়নি সফরকারীদের। আর নেদারল্যান্ডস এই মিসের সুযোগ ম্যাচের শেষভাগে নিয়েছে। ৭২ মিনিটে জর্জিনিও ওয়াইনাল্ডাম ব্যবধান দ্বিগুণ করেন। শেষ ছয় মিনিটে আরও দুই গোল করেছেন বদলি বেঞ্চ থেকে উঠে আসা ওইট ওয়েঘোর্স্ট ও ডনিয়েল মেইলেন।

স্কটিশ দল এনিয়ে গত ছয় ম্যাচে ১৮ গোল হজম করলো। তাঁরা ছয়টি ম্যাচই জয়বিহীন রয়েছে, এর মধ্যে আবার পরাজিত হয়েছে চারটিতে। ফলে, স্কটিশ বস স্টিভ ক্লার্কের দুঃশ্চিন্তা আরও বেড়েছে।

স্কটল্যান্ড ইউরো ২০২৪’এ স্বাগতিক জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। দলটি মঙ্গলবার (২৬ মার্চ) হ্যাম্পডেন পার্কে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে আরেক প্রীতি ম্যাচে এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যস্থির করছে।

এ-সম্পর্কে ক্লার্ক বলেছেন, ‘এই ম্যাচটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। অবশ্যই প্রস্তুতি ম্যাচে ৪-০ গোলে পরাজয় ভালো কোনো ইঙ্গিত নয়। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচের গতি বেশ ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় গোলটি হজমের পরে সব কিছু পাল্টে যায়। দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ছিল – ভালো ফিনিশিং। এই পরাজয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি মনে করি, বড় পরাজয়ের পরও এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে।’

পক্ষান্তরে, নেদারল্যান্ডস ২০১৩ সালের পরে এই প্রথমবারের মতো টানা চার ম্যাচ জিতলো।

কোম্যান বলেছেন, ‘আমাদের ভালো ফুটবল খেলাটা জরুরি। বড় ব্যবধানে জয়ী হলেও আমাদেরও ভুল হয়েছে। জার্মানিতে ভালো করতে হলে আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’

Loading...