বাউল সম্রাট লালন সাঁই স্মরণোৎসব, বা দোল উৎসব কুষ্টিয়া জেলার ছেঁউড়িয়ায় রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, এমপি এদিন বিকেল তিনটায় লালন একাডেমির অডিটোরিয়ামে একদিনের এই উৎসব উদ্বোধন করেন। লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে দিনব্যাপী উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব প্রমুখ।
এবার পবিত্র রামাদানের কারণে সাঁইজীর দোল উৎসব তিনদিনের পরিবর্তে একদিন করা হলো।
লালনের গান ও জীবনদর্শন নিয়ে মুখ্য আলোচনায় ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক এড. লালিম হক।
একদিনের উৎসবের আয়োজনে একাডেমির অডিটোরিয়ামের নিচে, বাগানে যত্র-তত্র বাউল সাধুদের আগমন ঘটেছে। প্রথমে লালন শাহ’র মাজারে ভক্ত-শ্রদ্ধা দিয়ে তার পর যাঁর-যাঁর আসন পেতে বসেন। আগত বাউল-সাধুদের একাডেমির পক্ষ থেকে সন্ধ্যায় অধিবাসে ইফতার দেওয়া হয়েছে । রাত ১২টায় দেওয়া হয় সাদা ভাত, মাছ, মশলাবিহিন তরকারী, ডাল দিয়ে পুর্ণ সেবা।